বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। কিন্তু তিনি এখন পুরোদস্তুর একজন আদর্শ গৃহবধূ। বেশ কয়েক মাস ধরেই শুটিং থেকে দূরে আছেন তিনি। দেড় বছর বয়সী একমাত্র মেয়ে আরশিয়াকে নিয়েই তাঁর যত ব্যস্ততা এখন। কাজের জন্য যতটা সময় দরকার তা এখনও বের করতে পারছেন না তিনি। মেয়ের দেখভাল করার পর যে সময়টুকু মেলে তখন টুকটাক লেখালেখির মধ্যেই থাকার চেষ্টা করেন। তবে সামাজিক যোগযোগ মাধ্যমে তিনি বেশ সক্রিয়। এ সময়টাতে মনে যাই আসুক না কেন, তাইই লিখে রাখছেন বলেও জানিয়েছেন এই বড় পর্দা কাঁপানো এই অভিনেত্রী।
ফেসবুকে গত ৩ নভেম্বর নিজের লেখা একটা কবিতা পোস্ট করেছেন ঢাকাই চলচ্চিত্রের এই তারকা অভিনেত্রী। কবিতাটির প্রথম কয়েকটি লাইন ছিল, ‘অনিয়ম আমাদের নিয়ম, দুর্নীতি আমাদের নীতি/দুঃখ ঢাকি বিলাসিতায়, সুখ কেবলই স্মৃতি।’ এ কবিতাটি পড়ে অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন। কেউ কেউ তাঁকে নিয়মিত লেখার অনুরোধও করেছেন। কেউ কেউ তাঁকে কবি বলে সম্বোধন করেছেন। সবশেষে নায়িকাও এসব কমেন্টের উত্তরে লিখেছেন হ্যাঁ, কিছু একটা হওয়া চেষ্টা করছি।
তিনি জানালেন, গত দু’বছরে তিনি টিভিতে অনেক কাজ দেখেছেন। বেশিরভাগ কাজ দেখেই হতাশ হয়েছেন তিনি। এর বড় কারণ মনে হয়েছে কাহিনীর সঙ্কট। এরপর নিজেই গল্প লিখছেন। সামনে এগুলো নিয়ে কেউ যদি নাটক তৈরির জন্য আগ্রহী হন, তাতে খুশি হবেন পূর্ণিমা।’
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব