২০০৯ সালে নির্মিত কোরিয়ার রোমান্টিক-কমেডি ও অ্যাকশন ধাঁচের মুভি 'মাই গার্লফ্রেন্ড ইজ এন এজেন্ট'র ভারতীয় সংস্করণ নির্মাণ করছেন বলিউডের সাজিদ খান। 'মাই বয়ফ্রেন্ড ইজ এন এজেন্ট' নামে মুভিটির রিমেক করছেন তিনি। এটি লিখেছেন 'ইয়ে জাওয়ানি হে দেওয়ানি' খ্যাত হুসেইন দালাল। তবে মুভিটিতে কারা অভিনয় করছেন এ ব্যাপারে কিছুই জানাননি তিনি। খবর পিটিঅাই'র
প্রেমিক-প্রেমিকা থেকে শত্রুতে পরিণত হওয়া দুই গোয়েন্দার কর্মকাণ্ড ঘিরে 'মাই গার্লফ্রেন্ড ইজ এন এজেন্ট' নামে কোরিয়ান মুভিটির গল্প
গড়ে উঠে। মুভিটিতে ওই দুই গোয়েন্দা রুশ একটি সন্ত্রাসী দলকে রাসায়নিক অস্ত্র চুরি করা থেকে ঠেকানোর মিশনের নামে। আর এভাবেই মুভিটির গল্প আবর্তিত হয়।
রিমেক প্রসঙ্গে সাজিদ খান এক সাক্ষাৎকারে বলেন, 'এটা হচ্ছে একটি আনুষ্ঠানিক রিমেক। এর অরিজিনাল নাম হচ্ছে 'মাই গার্লফ্রেন্ড ইজ এন এজেন্ট। মুভিটিকে মাই বয়ফ্রেন্ড ইজ এন এজেন্ট'এ রূপান্তরিত করতে আমাদের প্রায় নয় থেকে দশ মাস লেগেছে।'
উল্লেখ্য, সাজিদ খান এর আগে 'হেই বেবি' ও 'হাউসফুল' নামে দুটি ব্লকবাস্টার মুভি পরিচালনা করেছেন। তবে তার সর্বশেষ দুটি মুভি 'হিম্মতওয়ালা' ও হামশাকলস' ফ্লপ হয়।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ