ভারতীয় ধনকুবের মুকেশ ও টিনা আম্বানি ক্রিকেটার হরভাজন সিংয়ের দ্বিতীয় ইনিংস শুরু অর্থাৎ বিয়ের সৌজন্যে একটি পার্টি দিয়েছিলেন। মুকেশ দম্পতির মুম্বাই বাসভবনে ১১ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হয়। এতে বলিউড ও ভারতীয় ক্রিকেটের অনেক সেলিব্রেটিই যোগ দিয়েছিলেন। এদের মধ্যে ছিলেন তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইংকেল খান্না, সুপারস্টার শাহরুখ খান, সদ্য অবসরে যাওয়া ক্রিকেটার জহির খানসহ অারো অনেকে। ছিলেন হবু দম্পতি ক্রিকেটার যুবরাজ সিং ও মডেল কাম অভিনেত্রী হ্যাজেল কিচ।
ঘটনাক্রমে ১১ ডিসেম্বর ছিল যুবরাজ সিংয়ের ৩৪তম জন্মদিনও। হবু বউসহ ওই পার্টিতে নিজের জন্মদিনটা বেশ ভালোই উদযাপন করেছেন যুবরাজ। শাহরুখ ও জহিরসহ অন্যাদের সঙ্গে নেচেছেনও তিনি। পার্টির উপর একটি ফেসবুক পোস্টও করা হয়েছে। পোস্টের ব্যাকগ্রাউন্ডে তা দৃশ্যমান।
উল্লেখ্য, মাসখানেক আগে ইন্দোনেশিয়ার বালিতে এক পারিবারিক অনুষ্ঠানে আংটি বদল হয় যুবরাজ ও হ্যাজেলের। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে'র
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/শরীফ