বলিউড সুপারস্টার সালমান খান আজ ২৭ ডিসেম্বর তার ৫০তম জন্মদিন পালন করছেন। জীবনের এই পঞ্চাশ বছরে বলিউড ক্যারিয়ারে অনেক খ্যাতি অর্জন করেছেন। পেয়েছেন ভক্ত-অনুরাগীদের তুমুল ভালোবাসা। বলিউড ক্যারিয়ারে অগণিত ভক্তদের যে অবদান রয়েছে তার স্বীকৃতি দিতেই নিজের ৫০তম জন্মদিনে বিশেষ পরিকল্পনা নিয়েছেন তিনি। ভক্তদের ভালোবাসার 'ফিরতি উপহার' হিসেবে তাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন সালমান। ৫০তম জন্মদিনে পা দেয়ার পরপরই এক টুইট বার্তায় এই অভিনেতা লিখেন, 'ভ্ক্তদের জন্য একখান উপহার।'
টুইটে http://www.KhanMarketOnline.com এই লিংকটি দেন। বিশেষ উপহার পেতে ভ্ক্তদেরকে এই লিংকটিতে ক্লিক করে নিবন্ধন করার কথা বলা হয়েছে। ওয়েবসাইটটি মূলত সালমানকে উৎসর্গ করেই তৈরি করা হয়েছে। সাইটটিতে ক্লিক করলেই চোখে পড়ছে 'ওয়েলকাম টু খান মার্কেট অনলাইন।' খবর টাইমস অব ইন্ডিয়ার
এদিকে, সালমান তার ৫০তম জন্মদিনে সাইটটিতে উপহার হিসেবে ভক্তদের জন্য আসলে কি রেখেছেন তা এখনো দৃশ্যমান হয়নি। তবে বিশেষ কিছু একটা যে রেখেছেন তা নিঃসন্দেহে বলা যায়।
অপরদিকে, সালমানের ৫০তম জন্মদিন ঘিরে বলিউডজুড়েই তীব্র গুঞ্জন চলছে যে, এই দিনটিতেই নিজের বিয়ের ঘোষণা দিচ্ছেন এই অভিনেতা। রোমানিয়ার মডেল অভিনেত্রী লুলিয়া ভান্তুরের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। লুলিয়ার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন বলে গৃঞ্জনে বলা হচ্ছে। বলিউডের একটি সূত্রের দাবি, হয়তো নিজের পঞ্চাশতম জন্মদিনেই পরিবার এবং তাঁর ঘনিষ্ঠ মহলের সঙ্গে লুলিয়াকে আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের 'বিশেষ নারী' হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন সালমান। ভক্তদের জন্য সালমানের এই বিশেষ উপহার কি তাহলে বান্ধবী 'লুলিয়া'ই? কারণ প্রিয় তারকার বিয়ে নিয়ে যে ভক্তদের মধ্যে চরম আগ্রহ বিরাজ করছে। ভক্ত-অনুরাগীরা এখন কেবল সেই অপেক্ষায়।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/শরীফ