ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় ব্যান্ড গায়ক শাফিন আহমেদ। নাটকটির নাম 'মিডনাইট ফ্যালকন'।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানী বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গোয়েন্দাধর্মী নাটকটি লিখেছেন তারিক মুহাম্মদ হাসান, পরিচালনাও করেছেন নিজেই।
পরিচালক জানান, চলতি মাসেই শুরু হবে দৃশ্যধারণ। এতে সংগীত আয়োজক চরিত্রে দেখা যাবে শাফিনকে।
শাফিন আহমেদ নাটকে অভিনয় করা প্রসঙ্গে বলেন, ''নাটকের চরিত্রটি আমার সঙ্গীত জীবনেরই একটি অংশ। এ কারণে অভিনয় করার জন্য রাজি হয়েছি।''
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ