ছবির টিজার আগেই মুক্তি পেয়েছিল। এবার ইউটিউবে ভাইরাল হল আরেফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অভিনীত 'অস্তিত্ব' ছবির প্রথম গান। গত ৭ জানুয়ারি ইউটিউবে মুক্তি পেয়েছিল প্রথম গান ‘আয় না বল না’। এর মধ্যেই গানের ভিডিও ভাইরাল।
‘আয় না বল না’ শিরোনামের এ গানটি লিখেছেন জাহিদ আকবর ও আরিজন কামাল। এতে কণ্ঠ দিয়েছেন নন্দিতা ও তাহসিন। সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। এ গানটির নৃত্য পরিচালনা ছিলেন আরিফ রোহান। রোমান্টিক ধাঁচের এই গানটিতে বেশ আকর্ষণীয়ভাবেই উপস্থাপন করা হয়েছে এ জুটিকে।
এই ছবিটির গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। শুভ-তিশা ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা, আজিম, কাবিলাসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব