সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী অসিন থতুমকাল ও মোবাইল কোম্পানি মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। আজ সকালে দিল্লির একটি রিসোর্ট হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রথমে খ্রিস্টান ও পরে হিন্দু রীতিতে তাদের বিয়ে পড়ান একজন পুরোহিত ও ধর্মযাজক। দুই পরিবারের সদস্য ও তাদের দু'জনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে একান্ত ঘরোয়াভাবে এ বিয়ে হয়।
বিয়ে উপলক্ষ্যে এক পর্বে ৩০ বছর বয়সী অসিন সাদা গাউন ও ৩৯ বছর বয়সী রাহুল ব্ল্যাক স্যুট ও বো টাই পরেছিলেন। আগামীকাল রাহুলের ফার্মহাউসে একটি গেট টুগেদার হওয়ার কথা রয়েছে। এরপর ২৩ জানুয়ারি মুম্বাইয়ে তাদের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে বলিউডের সেলিব্রেটিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। খবর পিটিআই'র
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ