২০ জানুয়ারি ছিল বলিউড অভিনেত্রী লারা দত্তের ছোট্ট মেয়ে সায়রার চতুর্থ জন্মদিন। মিনিট, ঘণ্টা, দিন, মাস করে করে ছোট্ট সায়রা তার জীবনের চারটি বছর পার করে দিয়েছে। নিজের সোনার টুকরা মেয়ের জন্মদিনে বেশ খুশী ও উচ্ছ্বসিত লারা। মেয়ের জন্মদিনের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি। সেইসঙ্গে এক টুইট বার্তায় লিখেছেন, 'আমাদের জীবনের আলোর চার বছর পূর্ণ হয়েছে। আপনি যখন আনন্দে থাকেন তখন সময় উড়ে চলে।'
জন্মদিনে সায়রা লাল রঙের চমৎকার একটি জামা পরেছিল। এতে তাকে সত্যিই পরীর মতো দেখাচ্ছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/শরীফ