হেয়ারস্টাইলিস্ট অধুনা ভাবানির সঙ্গে দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটালেন বলিউড অভিনেতা-পরিচালক ফারহান আখতার। পারস্পরিক সম্মতিতে সুন্দরভাবেই বিচ্ছেদ ঘটিয়েছেন বলে এক যৌথ বিবৃতিতে গতকাল তারা জানিয়েছেন। ব্যক্তিগত বিষয়ে সম্মান জানানোর জন্য গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান তারা। খবর পিটিঅাই'র
ফারহান [৪২] ও অধুনা [৪৮] ২০০০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের শাকিয়া ও আকিরা নামে তাদের দুটি সন্তান রয়েছে।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/শরীফ