পাহাড় থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছরি শুটিংয়ের সময় শুক্রবার দুপুরে সিলেটের আলী বাহার পাহাড় থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘পাহাড় থেকে নামতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে নিচে পড়ে যাই। পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছি। দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
বর্তমানে তারেক শিকদারের পরিচালনায় ‘দাগ’ ছবিতে অভিনয় করছেন মিম। আর এ ছবির একটি দৃশ্যের শুটিংয়ের সিলেটের খাদিম পাড়ার আলী বাহার পাহাড়ের চূড়ায় ছিলেন মিম। এ সময় নামতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব