দীর্ঘ বিরতির পর মেধাবী সঙ্গীত পরিচালক তানভীর তারেকের সুর ও সঙ্গীতে নতুন অ্যালবাম ‘ওয়াদা’র অডিও সিডি মুক্তি পেলো। সিডি চয়েসের ব্যানারে মুক্তি পাওয়া এই অ্যালবামের ৯টি গানের সুর ও সঙ্গীত তানভীর তারেকের। গান গেয়েছেন তানভীর তারেক, কাজী শুভ, পারভেজ ও লিজা। অ্যালবামের অধিকাংশ গানের কথা লিখেছেন সঙ্গীত পরিচালক নিজেই। বাকি গানগুলো লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও রেজাউর রহমান রিজভী।
সম্প্রতি ‘ওয়াদা’ অ্যালবামের গানের ভিডিও নির্মানের ঘোষণা দিলেন দেশের একমাত্র সঙ্গীত বিষয়ক একমাত্র চ্যানেল গানবাংলা। ‘ওয়াদা’ অ্যালবামে তানভীর তারেকের গাওয়া ‘মেঘলা এ মন’ গানটির ভিডিও নির্মিত হবে গানবাংলার তত্ত্বাবধানে।
উল্লেখ্য, খুব শিগগিরই কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর নির্দেশনায় গানটির চিত্রায়নের কাজ শুরু হবে বলে গানবাংলার পক্ষ থেকে জানানো হয়।
বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা