বলিউড অভিনেত্রী দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড কানেকশন নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন সোনাক্ষি সিনহা। তবে প্রিয়াঙ্কার কাজের প্রশংসা করেছেন।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, 'ভারতীয় অভিনেতাদের জন্য পশ্চিমে খুব ভালো কাজের অফার রয়েছে বলে আমি মনে করি না। এখানকার খুব বেশি লোক হলিউডে গিয়ে বাধা কাটাতে পেরেছে বলে আমি মনে করি না। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে। সেই ব্যতিক্রমটা হল প্রিয়াঙ্কা চোপড়া৷ হলিউডে গিয়ে ওই একমাত্র দারুণ কাজ করছে।
সোনাক্ষি দীপিকার কথা একেবারে উল্লেখ না করাতে ইন্ডাস্ট্রির অনেকেই অবাক। অনেকে আবার বলছেন, দীপিকার বয়ফ্রেন্ড রণবীর সিং সোনাক্ষির ভালো বন্ধু। তাই বন্ধুর গার্লফ্রেন্ড নিয়ে উচ্ছ্বসিত না হওয়ার নেপথ্যে কোনও বিশেষ কারণ আছে কি না, তা ভেবে দেখতে হবে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন