ঈশিকার বিয়ের খবরটি গতকালই পুরনো হয়ে গেছে। কিন্তু নতুন খবর হল বিয়ে হলেও আপাতত মধুচন্দ্রিমা হচ্ছে না ঈশিকার। আগামী ৩০ মার্চ বিয়ের বাদ্যি বাজবে লাস্যময়ী এই মডেল ও অভিনেত্রীর। অর্থাৎ মিরপুর পুলিশ গার্ডেনে অনুষ্ঠিত হবে গায়ে হলুদ। ১ এপ্রিল বিয়ে আর ৩ এপ্রিল গলফ গার্ডেনে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ঈশিকা বলেন, 'পারিবারিক সিদ্ধান্তে বিয়ের পীড়িতে বসতে যাচ্ছি। মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু পরিবারের ইচ্ছাকে সম্মান জানাতে নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছি।'
ঈশিকার গলায় বরমালা পড়াবেন লন্ডনপ্রবাসী কায়সার খান। তাদের আদিনিবাস মৌলভীবাজারে। আগামী ১০ তারিখ ঢাকায় আসবেন কায়সার।
মধুচন্দ্রিমায় কোথায় যাবেন জানতে চাইলে ঈশিকা বলেন, 'আপাতত মধুচন্দ্রিমা হচ্ছে না আমাদের। কারণ ৩ তারিখে ঢাকার বিবাহোত্তর সংবর্ধনা শেষ করে চলে যাব মৌলভীবাজারে। ৫ তারিখে সেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর সপ্তাহখানেক পরই কায়সার ফিরবেন লন্ডনে। আর মে'র মাঝামাঝি দেশে ফিরবে। তখন না হয় মধুচন্দ্রিমায় যাব।'
উলে্লখ্য, মারুফ আহমেদের পরিচালনায় 'যদি তুমি জানতে'সহ আরও বেশ কয়েকটি নাটকে ব্যস্ত সময় পার করছেন তিনি। একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করে শুরুতেই চমকে দিয়েছিলেন দর্শকদের। কাজ করেছেন একটার পর একটা আলোচিত নাটকে। ছোটপর্দায় তার ক্যারিয়ারটা ছোট হলেও সাফল্যের পাল্লাটা বেশ ভারী।