কমেডি ধাঁচের মুভি 'অফিস ক্রিসমাস পার্টি'র পর অারেক মুভিটিতে বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন জেনিফার এনিস্টোন ও অভিনেতা-পরিচালক জেসন বাটম্যান। আন্দ্রে সেইজেলের স্ক্রিপ্টে 'সিগনিফিক্যান্ট আদার' নামে কমেডি ধাঁচের এই মুভিটি পরিচালনা ও নির্মাণ করবেন মি. বাটম্যান। ৪৬ বছর বয়সী এনিস্টোন অভিনয় ছাড়াও মুভিটির এক্সিকিউটিভ প্রডিউসারের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সেলিব্রেটি মিডিয়া দ্য হলিউড রিপোর্টার তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর পিটিআই'র
কমেডি ধাঁচের মুভি 'দ্য সুইচ'এ সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন অ্যানিস্টোন ও বাটম্যান। মুভিটি ২০১০ সালে মুক্তি পেয়েছিল। এর দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি তারা 'অফিস ক্রিসমাস পার্টি' নামে মুভিতে অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হন। এর শুটিং শুরু না হতেই ফের তারা 'সিগনিফিক্যান্ট আদার'এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন। 'অফিস ক্রিসমাস পার্টি'র শুটিং চলতি বসন্তেই শুরুর কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ ২০১৬/শরীফ