মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বখাটে'। মতাহিনা টয়া ছাড়াও অভিনয় করেছেন সিয়াম, রাকিব, শিবলু, আরিফ, অনন্ত, উর্মি ও পপি। চিত্রনাট্য লিখেছেন, তৈমুর মাহমুদ সৌমিক ও উৎসব পাল। ক্যামেরায় ছিলেন হৃদয় সরকার ও ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন আহমেদ হুমায়ূন।
'বখাটে' ছবিটির গল্প আমাদের ভীষণ চেনা। স্কুল-কলেজের গেটে সেই পরিচিত বখাটে। যে একসময় বখাটেপনা ছেড়ে সত্যিকারের প্রেমে পড়ে এক তরুণীর। সেই সুদর্শনা তরুণীটিও তাকে ভালোবাসে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। সেই তরুণীর বিয়ে ঠিক হয়ে যায়। আক্রোশের বশবর্তী হয়ে প্রেমিকাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সেই পাগল প্রেমিক। কিন্তু চলচ্চিত্রটির শেষে একটু টুইস্ট আছে। যেটা বুঝতে দেখতে হবে পুরো চলচ্চিত্রটি।
টাইগার মিডিয়ার ব্যানারে বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে 'বখাটে'। এতে বখাটে চরিত্রে অভিনয় করেছেন সিয়াম।
বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা