'রইস' ছবির ট্রেইলার ইতিমধ্যেই সুপারহিট। তবে কয়েক সেকেন্ডের জন্য সেই ট্রেইলারে দেখা গেছে সানি লিওনকে। আর তাতেই ঘুম উড়েছে সানির ভক্তদের। শাহরুখ খানের পাশাপাশি দারুণ প্রশংসা কুড়াচ্ছেন সানি লিওন নিজেও। তাই এবার টুইটারে শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ সানি।
টুইটারে তিনি লিখলেন, ‘এমন কিছু মানুষ আছেন যারা হাসি-মজার মধ্যেই আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। শাহরুখ তেমনই একজন!’
সঙ্গে রইসের পরিচালক রাহুল ঢোলাকিয়াকেও ধন্যবাদ জানিয়ে সানি লিখেছেন, ‘অজস্র ধন্যবাদ রাহুল ঢোলাকিয়া স্যার, আমায় এরকম একটা সুযোগ দেওয়ার জন্য’।
সানির এই টুইটের জবাবও দিয়েছেন শাহরুখ খানও। তিনি লিখেছেন, ‘তোমার মতো এমন ব্যক্তিত্বময়ী সুন্দরীর জুড়ি মেলা ভার! তোমাকে ধন্যবাদ জানাই। তুমি রইসকে আরও জামকালো করে তুলেছো। সব সময়ে হাসিখুশি থেকো’। ভাইরাল হয়ে গেছে তাদের কথোপকথন।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৭