বলিউডের আলোচিত দুই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও দীপিকা পাড়ুকোনের থেকে এগিয়ে হলিউড-বলিউড কাঁপানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এমনটাই জানালেন বলিউডের আরেক অভিনেত্রী বাণী কাপুর।
এক সাক্ষাৎকারে 'বেফিকর' অভিনেত্রী জানান, স্টাইল, চলন–বলন, ফ্যাশন সেন্স এর দিকে প্রিয়াঙ্কাকে তার বেশি টানে। তবে বাকি দুই নায়িকাকে যে পছন্দ করেন না, এমন নয়। তাদের অভিনয় দারুণ লাগে নায়িকার। তবে এগিয়ে প্রিয়াঙ্কাই।
শুক্রবারই মুক্তি পেয়েছে আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকর’। বিপরীতে রণবীর সিং। সেখানে দর্শকদের মন কেড়েছে হট বাণী।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব