মা হয়েছেন মডেল ও অভিনয়শিল্পী ঈশিকা খান। লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় গতকাল রবিবার দিবাগত রাত পৌনে চারটায় তিনি ছেলে সন্তান জন্ম দেন। মা হওয়ার পর ঈশিকা ও তার পরিবারের সবার মাঝে আনন্দের বন্যা বইছে।
মা ও নবজাতক দু'জনে ভালো আছে বলে জানিয়েছে ঈশিকার পরিবার।
চলতি বছরের ২৮ মার্চ পারিবারিকভাবে ঈশিকার সঙ্গে ব্যবসায়ী কায়সার খানের বিয়ে হয়। বর লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খান।
অমিতাভ রেজার নির্দেশনায় ঈশিকা প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেন। শহীদ-উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালবাসার চতুষ্কোণ’।
বিডি-প্রতিদিন/এস আহমেদ