রিয়েলিটি শো 'কফি উইথ করণ' এ এসে নিজের অপ্রকাশিত বিষয়গুলো তুলে ধরেন বলিউড তারকারা। সম্প্রতি আসলেন 'দঙ্গল' ছবিটি দিয়ে আলোচনায় থাকা আমির খান। নিজেকে মিস্টার প্যাশনেট বলে পরিচয় দিতে ভালোবাসেন আমির। রিয়েলিটি শোতে এসে নিজের আরেকটি নতুন পরিচয় উন্মোচন করলেন তিনি।
শোয়ের উপস্থাপক জনপ্রিয় পরিচালক করণ জোহরকে আমির বলেন, বলিউডে আমার চেয়ে ভালো সেক্স থেরাপি আর কেউ করতে পারবেন না! গোপন প্রতিভা! আপনি জানেন না!
করণ জোহর আমিরের কাছে আরও জানতে চেয়েছিলেন- 'কোনও নারী যদি তার মন জয় করতে চায়, তবে তাকে কী করতে হবে?' আমিরের উত্তর, 'কিছুই করতে হবে না! শুধু ঘনিষ্ঠ হলেই চলবে! বাকিটুকু আমি করে নেব!'
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা