বলিউড তারকা আমির খানকে ঘৃণা করেন তারই সহকর্মী সালমান খান। নিন্দুকরা বলেননি, সালমান নিজেই এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন ভক্তদের। সম্প্রতি আমিরের 'দাঙ্গাল' ছবিটি মুক্তি পেয়েছে। প্রিয় বন্ধু শাহরুখ খানের পাশাপাশি সালমানের জন্যও আলাদাভাবে ছবিটি দেখার আয়োজন করেন আমির। সালমান তার পরিবারের সদস্যদের সঙ্গে বসেই ছবিটি দেখেছেন।
আর ছবি দেখেই ক্ষেপেছেন তিনি। কারণ, তার পরিবারের সদস্যদের মতে 'সুলতান' ছবির চেয়েও 'দাঙ্গাল' অনেক ভালো হয়েছে। আর এতে মনক্ষুণ্ণ হয়েছেন সালমান। 'দাঙ্গাল' ছবিটির মতো সালমানের 'সুলতান' ছবিটিও কুস্তিগীরের আত্মজীবনী নিয়ে তৈরি করা। কিন্তু পরিবারের বিচারে আমিরের চেয়েও পিছিয়ে পড়লেন তিনি।
ছবি দেখার পর সালমান ফেসবুকে লিখেছেন, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আমার পরিবার 'দাঙ্গাল' ছবিটি দেখেছে। তাদের মতে, এটি সুলতানের চেয়েও ভালো। আমির তোমাকে ব্যক্তিগতভাবে ভীষণ ভালোবাসি। কিন্তু পেশাগতভাবে ঘৃণা করি!
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা