গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী রূপা গাঙ্গুলী। মাথায় রক্ত জমাট বেধে অসুস্থ হয়েই শুক্রবার বিকালে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
তার রক্তচাপজনিত ও মাথায় যন্ত্রণার সমস্যাও রয়েছে। ডানচোখেও ভাল দেখতে পাচ্ছেন না বলে জানা গেছে।
চিকিৎসকদের অনুমান সম্ভবত সেরিব্রাল অ্যাটাক হয়েছে বিজেপি সাংসদের। কিন্তু এখনও তা পরিষ্কার ভাবে বলা যাচ্ছে না। রূপাকে দেখতে ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা টিম গঠন করা হয়েছে। তারাই সর্বক্ষণ নজরে রাখছেন রূপা গাঙ্গুলীকে। বেশ কয়েকটি টেস্টও করা হয়েছে বলে জানা গেছে।
বিজেপি নেতা জয়প্রকাশ জমুমদার জানান ‘শুক্রবার বিকাল ৪ টা নাগাদ রূপাকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে এবং তিনি চোখে ভাল দেখতে পারছেন না। চিকিৎসকরা রূপাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন’। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেও জানান জয়প্রকাশ মজুমদার।
অভিনেত্রী রূপা গাঙ্গুলি ২০১৫ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগদানের মধ্যেমে রাজনীতিতে আসেন। রাজ্যের গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হিসাবে উত্তর হাওড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এবছরের ৪ঠা অক্টোবর রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী হিসাবে তিনি রাজ্যসভার সাংসদ হিসাবে নিযুক্ত হন। সাবেক খেলোয়াড় সিধুর জায়গায় তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/সালাহ উদ্দীন