চলতি বছরে বিজ্ঞাপন দুনিয়ায় হাতেখড়ি হয়েছে করণ জোহরের। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে তার বেশ কয়েকটি বিজ্ঞাপন। করণ অবশ্য নিজের ট্রেডমার্ক বজায় রাখছেন এখানেও। বিজ্ঞাপন দুনিয়ায় তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন জুটিও।
তার সেই তালিকায় এবার নাম লেখালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর তার সঙ্গে প্রথমবার ফ্রেমবন্দী হবেন সিদ্ধার্থ মালহোত্রা। বিজ্ঞাপনের পরিচালক পুনিত মালহোত্রা নিজেই জানিয়েছেন এই জুটির কথা। সেট থেকে প্রিয়াঙ্কা–সিদ্ধার্থ একটি ছবি টুইটারে আপলোড করেন তিনি।
হট প্রিয়াঙ্কার সঙ্গে হার্টথ্রব সিদ্ধার্থ ছোট পর্দায় বাজিমাত করতে প্রস্তুত। এবার দেখার করণের হাত ধরেই ছবিতেও জুটি বাঁধেন কিনা প্রিয়াঙ্কা–সিদ্ধার্থ।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৫