হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্বের চিত্রায়ন হয়েছে উত্তরাঞ্চলের প্রাচীন জেলা ও সীমান্তবর্তী শহর দিনাজপুরে।
সেখানকার অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক কুঠিবাড়ির সামনে গত ১৮ ডিসেম্বর এর কাজ হয়। এ জায়গাটি বর্তমানে বিজিবি সেক্টর হেডকোয়ার্টার। এ পর্বে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রয়েছে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
এছাড়া এবারের পর্বে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক ফ্যানপেজ নিয়ে আকর্ষণীয় পর্বে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের সঙ্গে রয়েছে হানিফ সংকেতের সাক্ষাৎকার। এবারের বিদেশি প্রতিবেদনে রয়েছে তুরস্কের বসফরাস সেতুর কথা।
‘ইত্যাদি’র এ পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ৩০ ডিসেম্বর রাত আটটার বাংলা সংবাদের পর।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল