এবার অস্কারের তালিকাতেও জায়গা করে নিলো ‘এম.এস.ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবিটি ইতোমধ্যেই সমালোচক ও দর্শক দু’দলেরই মন জয় করতে সক্ষম হয়েছে।
২০১৬ সালের সেরা ছবির জন্য অস্কার কমিটির পক্ষ থেকে ৩৩৬টি ছবি নির্বাচন করা হয়। এই ছবিগুলোর ভেতরে জায়গা করে নিয়েছে নীরজ পান্ডে পরিচালিত এ ছবিটি।
ভারতীয় ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জীবনী ভিত্তিক এ ছবিটি এ বছরের অন্যতম ব্যবসা সফল ছবি ছিলো এটি। বক্স অফিসের পঞ্চম ব্যবসাসফল ছবির স্থান দখল করে নিয়েছে সুশান্ত সিং রাজপুত ও দিশা পাটানি অভিনীত এ ছবিটি।
উল্লেখ্য অস্কারের জন্য নির্বাচিত হতে গেলে সেই ছবিটিকে ২০১৬ সালের মধ্যে মুক্তি পেতে হবে। সেই সঙ্গে কম পক্ষে টানা এক সপ্তাহ প্রেক্ষাগৃহে ছবিটি চলতে হবে। এছাড়াও ৩৫ মিমি বা ৭০ মিমি ফিল্ম কিংবা উন্নত ডিজিটাল ফরমেটে নির্মিত হতে হবে সেই ছবিকে।
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৩