মুক্তির তিন দিনেই ১০৬ কোটি টাকা ব্যবসা করেছে আমির খানের নতুন ছবি 'দঙ্গল'। মুক্তির দিনেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। বড়দিনে সেই ব্যবসার অঙ্ক বেড়ে হয় ৪২ কোটি। সব মিলিয়ে তিন দিনে ছবিটির ১০৬ কোটি টাকা আয় হয়েছে।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় 'দঙ্গল' ছবিটি মুক্তি পেয়েছে। টাকার অঙ্কের মধ্যে সেই দুই ভাষার ছবির লাভের টাকাও যোগ করা হয়েছে।
এর মাধ্যমে 'দঙ্গল'সহ আমিরের টানা পাঁচটি ছবি বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। তবে প্রথম তিন দিনেই এই সাফল্য আশা করেননি আমির নিজেও।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা