ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে 'ভালোবাসা এমনই হয়' নামের একটি ছবি নির্মাণ করছেন গুণী অভিনেত্রী তানিয়া আহমেদ। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাচ্ছে। বুধবার ছবির একটি গান প্রকাশ করা হয়েছে ইউটিউবে। নতুন এ গানের তালে তালে নাচতে দেখা গেছে ছবির মূল নায়িকা বিদ্যা সিনহা মিম ও নায়ক ইরফান সাজ্জাদকে।
বেশিরভাগ দর্শকই গানটির প্রশংসা করেছেন। আবার কেউ কেউ নাটকটির সম্পাদনা ভালো হয়নি বলে অভিযোগ তুলেছেন।'ভালোবাসা এমনই হয়' ছবিতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, মির সাব্বির, তারিক আনাম খান, সাজু মুনতাসির, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া।
'ভালোবাসা এমনই হয়' ছবিটির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে লন্ডনে। শুধু পরিচালনা-ই নয় ছবিটির চিত্রনাট্যকার ও নৃত্য পরিচালকও তানিয়া আহমেদ। কাহিনী ও সংলাপ রায়হান খানের। ছবির আবহসংগীতে আছেন এস.আই টুটুল।
ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল, কনা, জে. কে, মমো ও নাওমি। সুর ও সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল, হাবিব ওয়াহিদ এবং জে. কে। 'ভালোবাসা এমনই হয়' ছবিটি মুক্তি পাচ্ছে ২৭ জানুয়ারি।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা