বছরের শেষ দিনটি ভক্তদের সঙ্গে কাটাতে চান ঢালিউডের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। এ জন্য সরাসরি আসছেন ফেসবুক লাইভে। শনিবার রাত ১০টায় নুসরাত ফারিয়াকে ভক্তরা সরাসরি পাবেন। শেয়ার করতে পারবেন ২০১৬ সালে কাটানো তাদের সেরা মুহূর্তগুলোর অভিজ্ঞতা।
বর্তমানে নতুন একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন ফারিয়া। এ বছর তার দুইটি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হল 'বাদশাহ : দ্য ডন' ও 'হিরো ৪২০'। দুইটি ছবিই ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার। মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজুর পরিচালনায় 'প্রেমী ও প্রেমী' ছবিটি। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করেছেন আরিফিন শুভ।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা