সাত বছর সংসারের পর স্বামী সুবোধ মাসকারার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী নন্দিতা দাস। তার উদ্ধৃতি দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বলিউড লাইফ। বিচ্ছেদের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিলেও এর কারণ জানাননি নন্দিতা।
২০১০ সালের ২ জানুয়ারি মুম্বাইয়ের শিল্পপতি সুবোধকে বিয়ে করেন নন্দিতা। তাদের সংসারে ভিহান নামে ছয় বছরের একটি ছেলে আছে। বিচ্ছেদ সম্পর্কে নন্দিতা বলেন, এ সিদ্ধান্তটি নেয়া সহজ ছিল না। তার ওপর একটি সন্তান আছে আমাদের। আমাদের কাছে সন্তানই সবার আগে। তার ভালোর জন্য আমরা দুই জনই প্রতিজ্ঞাবদ্ধ।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৭/ফারজানা