আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুরদের টেক্কা দিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে হয়ে গেছেন অদিতি রাও হায়দারি। আগামী মাসে সঞ্জয়ের 'ভূমি' ছবির কাজ শুরু হচ্ছে। এতে সঞ্জয়ের মেয়ের চরিত্রে দেখা যাবে 'ওয়াজির' খ্যাত এ অভিনেত্রীকে।
ছবিটি পরিচালনা করছেন 'ম্যারি কম' ও 'সরবজিৎ' খ্যাত নির্মাতা ওমাঙ্গ কুমার। তিনি নিজেই অদিতির বিষয়টি নিশ্চিত করেছেন। ভূষণ কুমারের টি-সিরিজের ব্যানারে নির্মিত হবে ছবিটি।
সন্দীপ সিংহ ও ওমাঙ্গ কুমারের প্রোডাকশন হাউস লিজেন্ড স্টুডিওস ‘ভূমি’র সহ-প্রযোজনা করবে। আগামী ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশে 'ভূমি'র শুটিং শুরু হচ্ছে। বাবা-মেয়ের হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এটি মুক্তি পাবে আগামী বছরের ৪ আগস্ট।
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা