ছুটি কাটাচ্ছেন বচ্চন পরিবার। তাদের গন্তব্যস্থল নিউ ইয়র্ক। এটাই তাদের পছন্দের হলিডে স্পট। সম্প্রতি সেখানেই ভিন্ন রুপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্যা। আর তাদের ফ্রেমবন্দি করে রাখলেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবির শেয়ারও করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে মা ও মেয়ে দু’জনেই দোলনায় বসে রয়েছেন। পিছন দিক থেকে ছবিটি তুলেছেন অভিষেক। আপাতত তা অনুরাগীদের পছন্দের তালিকার শীর্ষে।
বেশ কিছুদিন ধরেই ঐশ্বরিয়া ও অভিষেকের ফের স্ক্রিন শেয়ার করার জল্পনা শোনা যাচ্ছিল ইন্ডাস্ট্রিতে। তারা বেশ কয়েকটি চিত্রনাট্যও পড়ছেন বলে খবর পাওয়া যায়। নিজেরাও স্ক্রিপ্ট পড়ার সত্যতা স্বীকার করেছেন। তবে এখনই কোনও ছবিতে যুগলে কাজ করবেন কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই।
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০