ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এভাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে উড়ে যাবে ভারত তা ভারতীয় সমর্থকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। সোশ্যাল মিডিয়ায় বিরাটদের বিরুদ্ধে অনেকেই অনেক কিছু লিখেছেন। কিন্তু বলিউড অভিনেতা কামাল রশিদ খান বা কেআরকে যা লিখলেন, তাতে সবারই চক্ষু চড়কগাছ।
কামাল রশিদ খান বা কেআরকে নামটা শুনলেই তিনি কী বলতে পারেন, তার একটা আন্দাজ করতে পারছেন নিশ্চয়। অতীতেও নানারকম বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোণামে এসেছেন তিনি। বলা বাহুল্য তিনি বিতর্কিত এবং অবান্তর মন্তব্য করার জন্যই বিখ্যাত। এবার তাঁর নিশানায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
ট্যুইটারে কেআরকে লেখেন, ‘‘১৩০ কোটি ভারতীয়ের সম্মান বিক্রি করার জন্য কোহলিকে পুরোপুরি ক্রিকেট থেকে নির্বাসিত করা উচিত। তাকে গরাদের পিছনে দেখতে চাই।’’
এরপর আরও যোগ করে তিনি বলেন, ‘‘দলের প্রত্যেক খেলোয়াড়কেই পাকাপাকিভাবে নির্বাসিত করা উচিৎ ভারতীয়দের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলার জন্য।’’
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২