টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নাকি নিজেকে বড় একা আর অসহায় বলে মনে হচ্ছিল নিকোলো কিডম্যানের।
নিকোল-ক্রুজ দম্পতি প্রায় ১১ বছর বিবাহিত ছিল। ২০০১ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। তাদের একসঙ্গে দুটো সন্তান রয়েছে, মেয়ে ইসাবেল (২৪) ও ছেলে কনর (২২)।
পঞ্চাশের ঘরে থাকা নিকোল সম্প্রতি দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাত্কারে স্মৃতিচারণ করেন সে দিনগুলোর কথা। যখন ২০০৩ সালের সিনেমা দ্য আওয়ারসে ভার্জিনিয়া উলফ চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন তিনি।
কিডম্যান জানান তার জয়ের আনন্দ উদযাপন করার মতো কেউ ছিল না তার সঙ্গে। ‘আমার একটা জীবন হলো, সমস্যাটা কি আমার? কার সঙ্গে গল্প করতে করতে প্যানকেকের অর্ডার দেব আমি?’— নিজেকে নিয়ে এমনটাই ভাবতেন তিনি।
এখন অবশ্য সেসব দিন অনেক পেছনে ফেলে এসেছেন কিডম্যান। বর্তমানে সংগীতশিল্পী কিথ আরবানের সঙ্গে সুখে ঘর-সংসার করছেন তিনি। নিকোল আর কিথের দুজন মেয়ে রয়েছে সানডে (৯) ও ফেইথ (৭) নামে।
সূত্র: হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ ২৫ জুন, ২০১৭/ ই জাহান