পারস্যের কালজয়ী সুফি কবি জালাল উদ্দিন মুহাম্মাদ রুমির নামের সঙ্গে মিল রেখে সন্তানের নামকরণ করেছেন মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে।
গত মাসের মাঝামাঝি বিয়ন্সে যমজ সন্তানের জন্ম দেন। দুইটি সন্তানের নাম রাখা হয়েছে স্যার কার্টার এবং রুমি কার্টার। জালাল উদ্দিন মুহাম্মাদ রুমির নামের সঙ্গে মিলিয়ে রুমি কার্টার রাখা হয়েছে। কিন্তু স্যার কার্টার নামের রহস্য এখনো জানা যায়নি।
গত ২৬ জুন হাসপাতাল ছাড়ার সময় সন্তানের নাম ক্যালিফোর্নিয়ার ঠিকানায় যমজ সন্তানের নাম নিবন্ধন করেন বিয়ন্সে। ২০১২ সালে একই ঠিকানায় পাঁচ বছরের মেয়ে ব্লু আইভির নামও নিবন্ধন করেছিলেন তিনি। সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/৪ জুলাই, ২০১৭/ফারজানা