বাংলাদেশের শিশুশিল্পী পূজা চেরি এবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন। তার অভিনীত 'নূরজাহান' সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে। যৌথ প্রযোজনার ছবিটিতে তার সঙ্গে কাজ করছেন কলকাতার নবাগত অভিনেতা আদ্রিত।
ছবিটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন ও বাংলাদেশের আব্দুল আজিজ। পরিচালনা করছেন রাজের সহকারি ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়।
জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ ছবির মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন পূজা চেরি। এরপর আরও বেশ কিছু ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। 'নূরজাহান' ছাড়া বাংলাদেশি ছবি ‘পোড়া মন-টু’তে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা।
বিডি প্রতিদিন/৮ জুলাই, ২০১৭/ফারজানা