জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউবে চ্যানেলে প্রকাশ হলো প্রত্যয় খান ও নদীর প্রথম ডুয়েট গান 'উদাসী মন'। যখন তোমার হাতে হাত রাখি, গল্প হয়ে পড়ি তোমায়, যখন তোমার চোখে চোখ রাখি, বৃষ্টি হয়ে ভেজাও আমায় শীর্ষক শ্রুতিমধুর কথার এ গানটি লিখেছেনে জিয়াউদ্দিন আলম, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজে।
গানটি গত ঈদে জিপি মিউজিকে এক্সক্লুসিভলি প্রকাশ হয়। শনিবার গানটির লিরিকাল ভিড়িও ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। (ভিডিও লিংক : https://youtu.be/Bnnl5teQXRY)
বিডি প্রতিদিন/০৮ জুলাই ২০১৭/আরাফাত