ক্লিন শেভড অভিনেতা জাহিদ হাসানের হঠাৎ গালভর্তি দাড়ি। আশেপাশের মানুষদের সবাই কমবেশি অবাক। কিন্তু জাহিদ হাসান তো এ ব্যাপারে যেন মুখ না খোলার পণই করেছিলেন! অবশেষে সেই রহস্য উন্মোচন করলেন তিনি। নতুন বছরের প্রথম দিনই সবার কৌতূহল মেটালেন।
আলোচিত 'ডুব' ছবির পর 'শনিবারের বিকেল' দিয়ে চলচ্চিত্র নির্মাণে ফিরছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে অভিনয় করবেন জাহিদ হাসান। সে জন্যই তার এ দাড়ি। ছবিটিতে আরও অভিনয়ের কথা আছে 'ডুব' ছবির অন্যতম অভিনেত্রী তিশার। ছবিতে ফিলিস্তিনের ইয়াদ হুরানিও অভিনয় করবেন বলে জানা গেছে।
বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে 'শনিবারের বিকেল' ছবিটি। এই ছবিতে বাংলাদেশ থেকে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল। আর ভারত থেকে প্রযোজনায় থাকছেন শ্যাম সুন্দর দে।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৮/ফারজানা