মাস তিনেক আগে হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন হলিউড অভিনেত্রীরা। এতে উৎসাহিত হয়ে বলিউডের বেশ কয়েকজনও মুখ খুলেন। এদের মধ্যে রয়েছেন রাধিকা আপ্তে, টিসকা চোপড়া, বিদ্যা বালানের মতো অভিনেত্রী। এবার সেই তালিকায় যোগ দিলেন অভিনেত্রী শ্রুতি শেঠ।
বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, যৌন হেনস্তা নিয়ে মুখ খুলতে, প্রতিবাদ করতে প্রায় ২৫ বছর সময় নিয়েছে হলিউড। বলিউডের ক্ষেত্রে এক্ষেত্রে আরও বেশি সময় লাগবে। সময়টা ৫০ বছরের মতো বলেও মনে করেন শ্রুতি।
শুধু তাই নয়, যৌন হেনস্তা নিয়ে বলিউড যদি কখনও মুখ খোলে, তাহলে তিনি বেশ অবাক হবেন বলেও জানান।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৭/মাহবুব