বেশ ঠান্ডা মাথার অভিনেতা বলেই পরিচিত তিনি। দেখতে তো মিষ্টি বটেই, স্বভাবটাও তেমনই। যাঁর সঙ্গেই জুটি বাঁধেন সেই জুটিই হয়ে যায় সুপারহিট। তবে যে অনুগামীদের ভালবাসার জোরে বলিউড মাতাচ্ছেন বরুণ ধাওয়ান, সেই ভক্তদের ওপরই গেলেন তিনি।
কিছুদিন আগেই পরিচালক সুজিত সরকারের ছবি ‘অক্টোবর’-এর শ্যুটিং শেষ হয়েছে। ছবির সূত্রে সম্প্রতি পরিচালকের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ভক্তেরা ঘিরে ধরে তাকে। প্রিয় অভিনেতার সঙ্গে সেলফি তোলার উন্মত্ততায় অন্যের ছবির মধ্যে চলে আসেন তার একটি ভক্ত।
ভক্তের এমন আচরণে যথেষ্ট ক্ষেপে যান বরুণ। উত্তেজিত হয়ে নিজের অনুগামীকে প্রথমে চলে যেতে বলেন। তবে রাগ কমে গেলে ভক্তকে ডেকে তার সঙ্গে কথাও বলেন। এরপরে দু’জনে একসঙ্গে ছবিও তুলেছেন।
নতুন বছরের প্রথম থেকেই ব্যস্ততায় পরিপূর্ণ বরুণের জীবন। আগামী মাস থেকে শুরু হবে পরিচালক শরৎ কাটারিয়ার ছবি ‘সুই ধাগা’-এর শ্যুটিং। এই প্রথম অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর