মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সানি লিয়ন। আর এবার রামগোপাল বলিউডে আনতে চলেছেন পর্নস্টার মিয়া মালকোভাকে।
সম্প্রতি রামগোপাল, মিয়াকে সাথে করে শ্যুটিং করে ফেললেন নতুন ভিডিও 'গড, সেক্স , ট্রুথ'! ছবির পোস্টার ট্যুইটারে শেয়ার করে রামগোপাল লিখলেন, মিয়ার সাথে কাজ করা দারুণ অভিজ্ঞতা। গোটা জীবনে ভুলে যাওয়ার মতো নয়।'
অন্যদিকে মিয়াও ধন্যবাদ জানালেন রামগোপালকে। সোশ্যাল নেটওয়ার্কে ছবি পোস্ট করে লিখলেন, 'সানি লিয়নের পর এবার আমি আসছি বলিউডে। ধন্যবাদ রামগোপাল!'
এবার সেই ছবিরই ট্রেলার ট্যুইটারে পোস্ট করলেন রামগোপাল ভার্মা। মাত্র তিন মিনিটেই উষ্ণতা ভরে গেল গোটা ইন্টারনেট দুনিয়া।
বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৮/আরাফাত