চিত্রনায়ক আমান রেজা। ঢালিউডের পাশাপাশি বর্তমানে টলিউডের কয়েকটি ছবিতেও কাজ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের একটি সরকারি সংস্থার টিভিসিতে কাজ করেছেন আমান। ওই একটি বিজ্ঞাপনেই বাঙালি, পাঞ্জাবি, মারাঠিসহ মোট ৫টি ভিন্ন ভিন্ন গেটআপে দেখা যাবে আমানকে। বিজ্ঞাপনটি ভারতের ৩৭ টি টিভি চ্যানেল ও সব প্রেক্ষাগৃহে এটি প্রদর্শিত হবে।
ন্যাশনাল ডেইরি ডেভেলাপমেন্ট বোর্ড অব ইন্ডিয়ার ওই বিজ্ঞাপনটিতে আমানের সঙ্গে কাজ করেছেন মধুমিতা গুপ্তা, অর্পিতা, সেন, অঙ্কিতা ব্যানার্জী ও সায়ন্তনী মুখোপাধ্যায়। এছাড়া শীঘ্র আরেকটি বিজ্ঞাপনে দেখা যাবে আমানকে। যেখানে তার বিপরীতে থাকবেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
বিডি প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৮/ফারজানা