ঢালিউডের আলোচিত পরিচালক অনন্য মানুনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন মাহিয়া মাহি। তার ভাষ্যমতে, ছবির জন্য শিডিউল নিয়েছিলেন পরিচালক। শনিবার এফডিসিতে শ্যুটিংয়েও অংশ নেন। একটি গানের কাজ অর্ধেক শেষ হওয়ার পরই বাঁধে ঝামেলা। কারণ তখনই মাহি জানতে পারেন ওই গানটি কোনো ছবির নয়। সেটি মিউজিক ভিডিও। সঙ্গে সঙ্গে শুটিংস্থল ত্যাগ করেন মাহি।
গণমাধ্যমকে মাহি জানান, সিনেমার গানের শুটিংয়ের কথা বললে আমি শিডিউল দেই। পরিচালকের এমন মিথ্যাচার আমার খারাপ লেগেছে। তিনি অন্যায় করেছেন।
পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি দাবি করেছেন পরিচালক অনন্য মামুন। তিনি আরও বলেন, এটা আমাদের নিজস্ব বিষয়। মাহিকে বলা হয়েছিল, এটা প্রমোশনাল গান। কিন্তু মাহি তা করবে না। তাই শুটিং বন্ধ।
গানটির প্রযোজক ইয়াসির আরাফাত অবশ্য দাবি করেছেন অনন্য মামুন সবই জানতেন। তিনি বলেন, এরকম ঝামেলা হবে আশা করিনি। নাহলে আমি নিজেই মাহির সঙ্গে কথা বলতাম।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৮/ফারজানা