আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ‘ওরু আদার লাভ’-খ্যাত প্রিয়া প্রকাশ ভারিয়ার ও রোশনের একটি ভিডিও। এবার চোখের ইশারা নয়, সরাসরি প্রিয়াকে প্রেমপত্র পাঠালেন রোশন।
ভিডিওতে দেখা যাচ্ছে, রোশন ভ্রু নাচানোর পর প্রিয়াও ভ্রু নাচিয়ে উত্তর দেন। এরপর একটি বাচ্চা ছেলের হাত দিয়ে প্রিয়াকে প্রেমপত্র পাঠান রোশন। সেই পত্র পড়ে প্রথমে হাসিতে ফেটে পড়েন প্রিয়া। এরপর অবিকল ছবির দৃশ্যের মতো দুই আঙ্গুল দিয়ে প্রতিক্রিয়া জানান ছবির একটি গানের দৃশ্যের মাধ্যমেই রাতারাতি ভারতজুড়ে খ্যাতি পাওয়া প্রিয়া।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৮/মাহবুব