পয়লা ডিসেম্বর নব দম্পতি দীপিকা-রণবীরের রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন না এরকম তারকা খুব কমই রয়েছে। তবে এই পার্টিতে যাদের দেখা গেল না সেই তালিকায় ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। অনুষ্ঠানে রণবীর ও আলিয়ার না যাওয়া নিয়ে অনেক সমালোচনা শুরু হয়েছে বলিউড পাড়ায়।
যেহেতু রণবীর কাপুর দীপিকার প্রাক্তন প্রেমিক, অন্যদিকে আলিয়া ভাটের সাথে রণবীর কাপুর বর্তমানে প্রেম করছেন, তাই একই সূত্র ধরে অনুষ্ঠানে যাননি কেউ। তবে তারা জানান, শুটিংয়ের কারণে সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারেননি তারা। তবে এ প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘ইচ্ছে থাকলেও দীপিকার বিয়েতে যাওয়া হয়নি। রণবীর ও আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তাই যে সমালোচনা চলছে তা ভিত্তিহীন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন