অর্জুন কাপুরকে কী বিয়ে করছেন? বিয়ের দিন তারিখ কী ঠিক হয়েছে? এমনই প্রশ্ন করা হয়েছিল মালাইকা আরোরাকে। কিন্তু সাংবাদিকদের প্রশ্ন শুনেই যেন রেগে যান বলিউডের এই নায়িকা। অর্জুন কাপুর বা বিয়ে সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর তিনি দেবেন না। সে কথা স্পষ্টভাবে না জানালেও, ইঙ্গিতে পরিষ্কার করে দেন।
সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মালাইকা আরোরা। আর সেখানেই অর্জুন কাপুরের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন বলে প্রশ্ন করা হয়। যা শুনে সরাসরি এড়িয়ে যান তিনি। এবং সেখান থেকে চলে যান দ্রুত।
সম্প্রতি মুম্বাইয়ের লোখন্ডওয়ালায় মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বলে খবর পাওয়া যায়। শোনা যায়, বিয়ের পর নাকি এখানেই একসঙ্গে থাকবেন তারা। শুধু তাই নয়, ২০১৯ সাল থেকেই নাকি নতুন ওই বাংলোয় অর্জুনের সঙ্গে থাকতে শুরু করবেন মালাইকা, এমন গুঞ্জনও শোনা যায়।
জোর গুঞ্জন, বিয়ে না করলেও, দু'জনে একসঙ্গে সময় কাটানোর জন্যই ওই বাংলো কিনেছেন বলেও কানাঘুষো শুরু হয় বি টাউনের আনাচে কানাচে। যদিও এসব প্রশ্নের সরাসরি কোনও উত্তর মালাইকা দেননি। সংশ্লিষ্ঠ প্রসঙ্গ নিয়ে সব সময় চুপ থেকেছেন অর্জুন কাপুরও।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত