ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন আরেক অভিনেত্রী শাহনূর। এ বিষয়ে শাবনূর সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে।
গণমাধ্যমকে শাহনূর বলেছেন, সিনেমায় শাবনূরের অভিনয়ের ২৫ বছর চলছে, তাই এ সাফল্যের পথচলাকে কেন্দ্র করে আমি একটি তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছি। এখন তার দীর্ঘ পঁচিশ বছরের নানান বিষয় নিয়ে গবেষণার কাজ চলছে। আশা করছি চলতি বছরের শুরুতেই তথ্যচিত্র নির্মাণের কাজ শুরু করতে পারবো।
শাবনূর বলেন, অভিনয় জীবনের পথচলায় আমার অনেক অর্জন, অনেক প্রাপ্তি। দর্শকের ভালোবাসায় আমি আজকের শাবনূর। শাহনূর আমার খুব ভালো একজন বন্ধু। সে যদি যথাযথভাবে তথ্যচিত্রটি নির্মাণ করতে পারে তবে সেটা নিঃসন্দেহে ভালো কিছু হবে।
শাবনূরকে নিয়ে তথ্যচিত্র নির্মাণে শাহনূরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন নির্মাতা তাজু কামরুল। সেইসঙ্গে চলচ্চিত্রাঙ্গনের অনেক তারকা, পরিচালকসহ আরও অনেকেই শাবনূরকে নিয়ে এই তথ্যচিত্র নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা