গানের মানুষ মনির খান। তবে গানের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনীতিকে বিদায় জানানোর পর আবারও গানে মনোযোগী হয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। এখন নতুন গান তৈরি ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
উদার মনের শিল্পীদের জন্য রাজনীতি করা অনেক কঠিন দাবি করে মনির খান বলেন, দেশের মানুষ আমাকে ভালোবাসেন গানের কারণে। সেই গান থেকে আমি দূরে থাকতে চাই না। এখন থেকে নিয়মিত গান নিয়ে থাকতে চাই। রাজনীতির অধ্যায়টি আমি মুছে ফেলেছি।
বিডি-প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব