রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক শাহরিয়াজ। শুক্রবার রামপুরার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মাথায় ও বাম হাতে মারাত্মক আঘাত নিয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার সকালে শাহরিয়াজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় সিএনজির ড্রাইভার স্পটে মারা গেছে এবং আমি যাত্রী হিসেবে ছিলাম। মারাত্মক আহত হয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন।
মাহিয়া মাহির বিপরীতে ‘কি দারুণ দেখতে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাহরিয়াজের। এরপর ‘পাগলা দিওয়ানা’, ‘গুণ্ডামি’, ‘ক্রাইম রোড’, ‘আড়াল’, ‘শুটার’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘চল পালাই’, ‘ফিফটি ফিফটি লাভ’সহ বেশকিছু ছবিতে তিনি অভিনয় করেছে।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব