নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমার শ্যুটিং চলা অবস্থায় চলচ্চিত্র নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা আহত হয়েছেন। তাদের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার চরএলাহি ইউনিয়নের চর মন্ডলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দু'জন শুটিং চলাকালিন সময় মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। বিকেল সোয়া তিনটার দিকে তাদেরকে হাসপাতালে আনা হয়।
জানা গেছে, ২০১৪ সালে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের’র সৃজিত গাঙচিল উপন্যাস অবলম্বনে ‘গাঙচিল’ সিনেমাটির শ্যুটিং'র কাজ শুরু হয়। দুপুরে ছবির নায়িকা এনজিও কর্মী মোহনা (পূর্ণিমা) মোটরসাইকেল নিয়ে একটি শর্ট নিচ্ছিলেন। এসময় মোটরসাইকেলের পেছনে ছবির নায়ক সাংবাদিক সাগর (ফেরদৌস) বসা ছিল। গাড়ীটি চলার একটু পর স্লিপ করে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে তাদের দু’জনের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে ও কয়েকটি অংশ থেকে রক্তক্ষরণ হয়। তাদের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সেন্টাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আ.ফ.ম আবদুল হক জানান, আহতদের শরীরের আঘাতপ্রাপ্ত স্থানে এক্সরে করা হয়েছে। এক্স’রে রিপোর্টে বড় ধরনের কোন সমস্যা পাওয়া যায়নি। তবে নায়ক-নায়িকা দু’জনকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।
বিডি-প্রতিদিন/ফারজানা-আব্দুল্লাহ তাফসীর