সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সেরা নবাগত শিল্পীর পুরস্কার জিতেছেন ব্রিটিশ তারকা দুয়া লিপা। 'গোল্ডেন হাওয়ার' অ্যালবামের জন্য জন্য বর্ষসেরা অ্যালবাম, সেরা কান্ট্রি অ্যালবাম, সেরা কান্ট্রি একক পারফর্মেন্স ও সেরা কান্ট্রি সংয়ের পুরস্কার পেয়েছেন ক্যাসি মুসগ্র্যাভস।
'দিস ইস আমেরিকা'র জন্য সেরা রেকর্ড ও বর্ষসেরা গানের পুরস্কার জিতেছেন চাইল্ডিশ গামবিনো। এই প্রথম কোনো র্যাপ গান এমন সম্মানজনক পুরস্কার জিতেছে। 'ইনভেশন অব প্রাইভেসি'র জন্য সেরা র্যাপ অ্যালবামের পুরস্কার ঘরে তুরেছেন কার্ডি বি।
এবারের গ্র্যামির আসরে অতিথি হয়ে চমকে দেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। উদ্বোধনী মঞ্চে কীভাবে গান নারী হিসেবে তাদের ক্ষমতায়নে ভূমিকা রেখেছে তা নিয়ে আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন লেডি গাগা, জেনিফার লোপেজ, জাদা পিনকেট স্মিথ।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ফারজানা