ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) এর ৭২ তম আসরে সাত বিভাগে পুরস্কার জিতেছে 'দ্য ফেভারিট' ছবিটি। এটি মোট ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। রবিবার রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
বাফটায় এবার সেরা ছবির পুরস্কার জিতেছে মেক্সিকান ছবি 'রোমা'। সেরা ছবিসহ মোট ৪টি বিভাগে পুরস্কার পেয়েছে 'রোমা'। সেরা অসাধারণ ব্রিটিশ ছবির পুরস্কার জিতেছে 'দ্য ফেবারিট'।
'বোহেমিয়ান রাসপোডি' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রামি মালেক। সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)।
অন্যান্য বিভাগে যারা জিতেছেন:
সেরা সহ অভিনেতা: মাহেরশালা আলী (গ্রিন বুক)
সেরা সহ অভিনেত্রী: র্যাচেল ভাইস (দ্য ফেবারিট)
সেরা নির্মাতা: আলফাসনো কুয়ারন (রোমা)
অ্যানিমেশন ছবি: স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার ভার্স
প্রামাণ্যচিত্র: ফ্রি সোলো
মৌলিক চিত্রনাট্য: ডেবোরাহ ডেভিস ও টনি ম্যাকনামারা (দ্য ফেবারিট)
সেরা সঙ্গীত: ব্রাডলি কুপার, লেডি গাগা লুকাস নেলসন (এ স্টার ইজ বর্ন)
সিনোমাটোগ্রাফি: আলফাসনো কুয়ারন (রোমা)
সম্পাদনা: হাংক করবিন (ভাইস)
ব্রিটিশ স্বল্প দৈর্ঘ্য: সেভেনটি থ্রি কাউজ
ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন: রাফহাউজ
ভিজুয়াল ইফেক্টস: জিউফ্রে বৌম্যান, জিস জেমস, ক্রেইগ হ্যামাক ও ড্যান সুডিক (ব্ল্যাক প্যানথার)
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা